ক্যাফে থেকে বই পড়ার উপায়

1. রেজিস্ট্রেশন

আমাদের ক্যাফেতে একজন মেম্বার হিসেবে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্টেশন ফি ৫০০ টাকা।

 

2. স্টক চেক ও অর্ডার

এরপর আমাদের সাইটে থাকা বইগুলো থেকে আপনি যেকোনো বই নিতে পারবেন মাত্র ১ টাকায়। আপনি আপনার পছন্দের বইটির জন্য আমাদের সাইটে অর্ডার করলে আমরা পৌঁছে দিবো আপনার ঠিকানায়। আমরা আপাতত দক্ষিণ ঢাকায় ফ্রিতে বই ডেলিভারি ও পিকাপ সেবা দিয়ে থাকি। অর্থাৎ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আপনি থাকলে আমরা আপনাকে কোনো ডেলিভারি বা পিকাপ চার্জ নিবো না। প্রতিটি বই পড়তে মাত্র ১ টাকা লাগবে।

 

আর যদি, আপনি আমাদের সাথে প্রিমিয়াম পাঠক হিসেবে রেজিস্টার হোন তবে আপনার ১ টাকাও লাগবেনা।

 

3. শিপিং চার্জ

 

যেহেতু আমরা এখন ঢাকা দক্ষিণ সিটিতে সেবা দিই, আর আপনি যদি এই এলাকার বাইরে হোন তবে আপনাকে আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বই পাঠাবো আর এই ব্যাপারে ৩৫ টাকা কুরিয়ার চার্জ দিতে হবে। আবার, বই পড়া শেষ হলে আবার ৩৫ টাকা দিয়ে ফেরত পাঠাতে হবে।

 

4. ওভারটাইম রিডিং

সাধারণত, প্রতি ১০০ পেইজ পড়ার জন্য আপনাকে এক সপ্তাহ সময় দেওয়া হবে। যদি, এর চেয়ে বেশি সময় লাগে আপনাকে প্রতি একদিনের জন্য অতিরিক্ত ১ টাকা চার্জ করা হবে।

 

যেহেতু, আমরা চাই সবচেয়ে বেশি সংখ্যক পাঠক আমাদের মাধ্যমে বই পড়তে পারুক তাই কেউ বই নেওয়ার পর ইচ্ছাকৃতভাবে না পড়ে ফেলে রাখুক আমরা তা